বায়ো ডেটা, সিভি এবং রিজিউম নিয়ে কিছু কথা
'বায়ো-ডেটা' নামটার সাাথে আমরা সকলেই পরিচিত। কিন্তুু আমরা অনেকেই CV এবং Resume সন্মন্দে বিশেষ কিছু জানিনা। যারা বিভিন্ন জবের জন্য আবেদন করছে তাদের অবশ্যই এটা জানা প্রয়োজন। আমি এই পেজে বায়ো-ডেটা, সিভি এবং রিজিউম কাকে বলে আর এদের পার্থক্য নিয়ে আলোচনা করছি।
1. বায়ো ডেটা যার পুরো নাম 'Biographical Deta'। বায়ো ডেটাতে নাম ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, এক্সট্রা কোনো যোগ্যতা, ব্যক্তিগত তথ্য (যেমন বাবার নাম, হবি,ধর্ম, বিবাহিত না অবিবাহিত ইত্যাদি) এবং যোগাযোগ সমস্ত কিছু খুবই সংক্ষেপে লেখা থাকে। সাধারণত বায়ো ডেটা এক পাতা, কি বড়োজোর দুপাতা হয়। অর্থাৎ C.V. এবং Resume র সংক্ষিপ্ত বিবরণ হলো Bio data.
- C অর্থাৎ Curriculum যার বাংলা অর্থ হল পাঠক্রম।
- আর V অর্থাৎ Vitae মানে Life, বাংলা টা তো আমরা সবাই জানি
C.V. সবকিছু ডিটেলস বর্ণনা করা হয়। C.V. তে পাসপোর্ট ছবি, নাম, বাবার নাম, মায়ের নাম, বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা, শিক্ষাগত সমস্ত বিবরণ থাকে, এছাড়া কোনো কোর্স করা থাকলে সেই সমস্ত বিবরণ, হবি, ভাষা, ধর্ম, কাজের অভিজ্ঞতা সম্পর্কে সমস্তকিছু থাকে। C.V. তে কোনো ব্যাক্তির কাজের অভিজ্ঞতা এবং জ্ঞান এর থেকে ওই ব্যাক্তির ব্যাক্তিগত এবং শিক্ষাগত তথ্য বেশি থাকে। C.V. যত বেশি পরিষ্কার এবং আকর্ষণীয় হবে তত বেশি ভালো। সমস্ত তথ্যের বিবরণ বিস্তারিভাবে থাকে তাই Reaume বা Bio-data তুলনায় অনেক বড় হয়। সাধারত C.V. দু পাতার বা আরও বেশি হয়।
2. Resume (সারসংক্ষেপ)
এতে সাধারণত শিক্ষাগত তথ্য এবং ব্যক্তিগত তথ্য খুবই সংক্ষেপে থাকে। কোনো ব্যাক্তির Resume এ তার কাজের অভিজ্ঞতাকে এবং কাজের সময়কালের সম্পর্কে তথ্য বেশি থাকে।
2. Resume (সারসংক্ষেপ)
এতে সাধারণত শিক্ষাগত তথ্য এবং ব্যক্তিগত তথ্য খুবই সংক্ষেপে থাকে। কোনো ব্যাক্তির Resume এ তার কাজের অভিজ্ঞতাকে এবং কাজের সময়কালের সম্পর্কে তথ্য বেশি থাকে।
